Thursday, February 4, 2021

Bengali Current Affairs 3rd February, 2021

 



Bengali Current Affairs 3rd February, 2021

1.ট্রেন কোচ গুলিকে স্যানিটাইজ করতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করছে কোন মেট্রো স্টেশন?

ⓐ কলকাতা মেট্রো
ⓑ দিল্লি মেট্রো
ⓒ লক্ষ্ণৌ মেট্রো✓
ⓓ মুম্বাই মেট্রো

❍ নিউইয়র্ক মেট্রোর এক্সপেরিমেন্টে প্রভাবিত হয়ে উত্তর প্রদেশ মেট্রো রেল কর্পোরেশন এই উদ্যোগ নিল।
❍ উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ ( গোমতী নদীর তীরে অবস্থিত) 


2.আয়ুষ্মান ভারত স্কিমের নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ ভি.এস কোঠারি
ⓑ আর.এস. শর্মা✓
ⓒ সৌম্য স্বামীনাথন
ⓓ মহেশ দাস

❍ আয়ুষ্মান ভারত যোজনা চালু হয় 23 সেপ্টেম্বর 2018 সালে।

3.২০২১ সালের জন্য পালস পোলিও প্রোগ্রাম লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ রামনাথ কোবিন্দ✓
ⓒ নির্মলা সিথারামন
ⓓ ভেঙ্কাইয়া নাইডু

❍ প্রত্যেক বছর 31 শে জানুয়ারি জাতীয় টিকা করন দিবস হিসেবে পালিত হয়।
❍ এই দিনটি পলিও রবিবার হিসেবেও পরিচিত ।

4.সম্প্রতি কোথায় নতুন ২৩টি গারবেজ ক্যাফে খোলা হলো?

ⓐ দিল্লি✓
ⓑ অম্বিকাপুর
ⓒ পাটনা
ⓓ ভোপাল

❍ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল
❍ রাজ্যপাল- অনিল বৈজাল

5. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পর্যটকদের কাছে বিশ্বের সবচেয়ে পছন্দের শহরের নাম কি?

ⓐ বালি ✓
ⓑ কুয়ালালামপুর
ⓒ টোকিও
ⓓ নিউইয়র্ক

❍ বালি শহরটি ইন্দোনেশিয়ার অবস্থিত। 
❍ ইন্দোনেশিয়ার রাজধানী:  জাকার্তা
❍ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি : জোকো উইদোদো
❍ 2019 সালের  প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের পর্যটকদের ক্ষেত্রে পছন্দের শহরের উত্তর প্রদেশ।


6.প্রথম কোন ইউরোপীয়ান ইউনিয়ন রাষ্ট্র হিসাবে চীনের তৈরি করোনা ভ্যাকসিন অনুমোদন করলো?

ⓐ ফ্রান্স
ⓑ জার্মানি
ⓒ হাঙ্গেরি✓
ⓓ ইংল্যান্ড

❍ রাজধানী- বুদাপেস্ট
❍ মুদ্রার নাম- ফরিন্ট
❍ রাষ্ট্রপতি- János Áder

7. সম্প্রতি কে SBI Card এর MD ও CEOনিযুক্ত হলেন ?

ⓐ দিনেশ কুমার খাড়া
ⓑ রামমোহন রাও ✓
ⓒ অশ্বিনী কুমার তিওয়ারি
ⓓ অশ্বিনী ভাটিয়া

❍ এর আগে এই পদে ছিলেন অশ্বিনী কুমার তিওয়ারি ।

8. পৃথিবীর বৃহত্তম White Crocodile Park  কোথায় প্রতিষ্ঠিত হল ?

ⓐ ঝারখান্ড
ⓑ ওড়িশা✓
ⓒ মেঘালয়
ⓓ রাজস্থান

❍ উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর
❍ উড়িষ্যার মুখ্যমন্ত্রী: নবীন পট্টনায়েক
❍ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল

❍ উড়িষ্যার ন্যাশনাল পার্ক গুলো হল সিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ।
❍ উড়িষ্যার চাঁদিপুরেMR- SAM মিসাইল এর সফল পরীক্ষা করা হলো।
❍ ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে উড়িষ্যা রাউলকেল্লা তে।
❍ উড়িষ্যার মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশচন্দ্র মহাপাত্র ।
❍ উড়িষ্যার গঞ্জাম জেলায় রাম লিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো ।
❍ উড়িষ্যায় চন্দ্রভাগা ও তালসের নামক দুটো সমুদ্র সৈকত নির্মাণ করা হবে ।
❍ ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো উড়িষ্যায়।
❍ ইকো রিট্রিট উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হল উড়িষ্যায়।


9.Asian Cricket Council-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সৌরভ গাঙ্গুলি
ⓑ জয় শাহ✓
ⓒ জর্জ বার্কলে
ⓓ রবি শাস্ত্রী

❍ তিনি বর্তমানে BCCI-এর সেক্রেটারী পদেও আছেন।
❍ BCCI-এর full form : Board of Control for cricket in India
❍ BCCI-এর president : সৌরভ গাঙ্গুলী

❍ ACC-এর হেড কোয়ার্টার- কলম্বো, শ্রীলংকা
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৮৩ সালের ১৯শে সেপ্টেম্বর
❍ বর্তমান চেয়ারম্যান- অমিতাভ চৌধুরী


10.ভারতে বেস্ট e-Sports টিম তৈরি করতে ROG Academy লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Apple
ⓑ Microsoft
ⓒ Asus✓
ⓓ Xiomi

❍ হেড কোয়ার্টার- তাইপেই, তাইওয়ান
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৮৯ সালের ২রা এপ্রিল
❍ বর্তমান চেয়ারম্যান- Jonney Shih(জনি শিহ)

11. বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়?

ⓐ 3 ফেব্রুয়ারি
ⓑ 2 ফেব্রুয়ারি ✓
ⓒ 1 ফেব্রুয়ারি
ⓓ 4 ফেব্রুয়ারি

❍ পৃথিবী ও মানুষের জন্য জলাভূমির গুরুত্ব ও অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
❍ 1971 সালের 2 ফেব্রুয়ারি কাস্পিয়ান সাগরের উপকূলে ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন বা রামসার সম্মেলন আয়োজিত হয়েছিল।
❍ এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়।

❍ বর্তমান ভারতের মোট রামসার সাইট এর সংখ্যা 42 টি।
❍ 2020 Theme : wetlands and biodiversity

12. জ্যানেট ইয়েলেন কোন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ ফ্রান্স
ⓑ জার্মানি
ⓒ আমেরিকা✓
ⓓ শ্রীলংকা

❍ ইনি আগে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ।
❍ আমেরিকার মুদ্রা: ডলার
❍ আমেরিকার রাজধানী: ওয়াশিংটন ডিসি
❍ আমেরিকার রাষ্ট্রপতি : জো বাইডেন
❍ তিনি আমেরিকার 46 তম রাষ্ট্রপতি


13. প্রয়াত হলেন "পল জে ক্রুটজেন" । তিনি কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন ?

ⓐ পদার্থবিদ্যা
ⓑ রসায়ন✓
ⓒ চিকিৎসা বিদ্যা
ⓓ শান্তি

❍ অ্যাটমোসফিয়ার কেমিস্ট্রিতে গবেষণা ও সাফল্যের জন্য তিনি 1995 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান।

14. কোন দেশ সম্প্রতি "বাসমতি চালের " জন্য GI tag পেয়েছে ?

ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ পাকিস্তান✓
ⓓ চীন

❍ পাকিস্তানের রাষ্ট্রপতি: আরিফ আলভি
❍ পাকিস্তানের প্রধানমন্ত্রী : ইমরান খান
❍ পাকিস্তানের রাজধানী: ইসলামাবাদ
❍ Currency: Pakistani rupee


15. কোথায় ভারতের প্রথম "Dog Park"  নির্মাণ করা হবে?

ⓐ কলকাতা
ⓑ চন্ডিগড় ✓
ⓒ  শিলং
ⓓ গৌহাটি

❍ ভারতের প্রথম টায়ার পার্ক নির্মাণ করা হচ্ছে কলকাতায়।
❍ ভারতের প্রথম ফায়ার পার্ক নির্মাণ করা হচ্ছে ভুবনেশ্বর।
❍ ভারতের প্রথম জেন্ডার পার্ক নির্মাণ করা হচ্ছে কেরালা।
❍ ভারতের প্রথম লেদার পার্ক নির্মাণ করা হচ্ছে কানপুর।


16. আফগানিস্তানের প্রথম মহিলা ব্রেক ডান্সার এর নাম কি?

ⓐ মনিজা তালাশ✓
ⓑ মেহেরুন উনিসা
ⓒ নারগিস খান
ⓓ রোজ মার্গারেট

❍ 18 বছর বয়সী মনিজা তালাশ অনেক সমস্যার পথ অতিক্রম করে ব্রেক ডান্সার হন।
❍ আফগানিস্তানের রাজধানী : কাবুল
❍ President : Ashraf Ghani
❍ Currency : Afghani


17. সম্প্রতি বিশ্ব শক্তি সুরক্ষার জন্য ভারত কার সাথে চুক্তি করলো?

ⓐ IEA✓
ⓑ IMF
ⓒ ISA
ⓓ None

❍ IEA : International Energy Agency
❍ Founded : 1974
❍ Headquarter : Paris

18. সম্প্রতি কে কেন্দ্রীয় বাজেট 2021 - 22 উপস্থাপন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ নির্মলা সীতারামন✓
ⓒ পীযূষ গোয়েল 
ⓓ অমিত শাহ

❍ এই বছর প্রথম  পেপারলেস বাজেট  হলো ।

19. সম্প্রতি কে ইজিপ্টে  ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ?

ⓐ অজিত বিনায়ক গুপ্তে✓
ⓑ অজয় জয়সওয়াল
ⓒ আর এস শর্মা
ⓓ অশ্বিনী কুমার তিওয়ারি

❍ ইজিপ্ট উত্তর আফ্রিকার একটি দেশ । ইজিপ্ট এর পূর্ব নাম ছিল মিশর ।
❍ ইজিপ্ট এর রাজধানী : কায়রো
❍ ইজিপ্টের মুদ্রা : পাউন্ড


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...