Saturday, February 6, 2021

Bengali Current Affairs 5th February, 2021

 


Bengali Current Affairs 5th February, 2021

1.NASA-র অ্যাক্টিং চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত মহিলা?

ⓐ অরুণিমা সিনহা

ⓑ ভাব্যা লাল✓

ⓒ শ্রেয়সী নায়ার

ⓓ প্রতিমা সমাদ্দার

◉ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

◉ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

◉হেড কোয়ার্টার- ওয়াশিংটন

◉ বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন- Steve Jurczyk (স্টিভ জুরসিক)

2.  বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ?

ⓐ 2 ফেব্রুয়ারি 

ⓑ 1 ফেব্রুয়ারি 

ⓒ 4 ফেব্রুয়ারি ✓

ⓓ 5 ফেব্রুয়ারি 

◉ সঠিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার রোগ থেকে মুক্তি পেতে এবং রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ।

◉ Theme :  "I am and I will "

◉ ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলে। 

3.ফেসবুকের প্রথম Chief Compliance Officer হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ জর্জ ডিলান

ⓑ হেনরী মনিজ✓

ⓒ জন স্টিমুয়ার্ট

ⓓ এদের কেউ নন

◉ ফেসবুকের হেড কোয়ার্টার- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া

◉ প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারি, ২০০৪

◉ প্রতিষ্ঠাতা ও CEO- মার্ক জুকারবার্গ

4.  মনিপুর রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নির্বাচিত হলেন ? 

ⓐ রাজেন্দ্র চৌহান 

ⓑ পি.ভি সঞ্জয় কুমার ✓

ⓒ অরূপ কুমার গোস্বামী 

ⓓ জিতেন্দ্র কুমার মহেশ্বরী  

◉ মনিপুর রাজ্যের রাজধানী : ইম্ফল 

◉ রাজ্যপাল : নাজমা হেপতুল্লা 

◉ মুখ্যমন্ত্রী: এন. বীরেণ .সিং 


◉ উত্তরাখণ্ডের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।

◉ তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন হিমা কোহলি ।

◉ উড়িষ্যা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন ড: এস. মুরলীধর 

◉ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন অরুপ কুমার গোস্বামী।

◉ সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন জিতেন্দ্র কুমার মহেশ্বরী।


5.২০২০ সালকে "Worst Year on Record" হিসাবে ঘোষণা করলো কোন আন্তর্জাতিক সংস্থা?

ⓐ IDB

ⓑ UN-WTO✓

ⓒ UN

ⓓ UNBC

◉ UN-WTO-এর পুরো কথা- United Nations World Tourism Organization


6.. সম্প্রতি প্রকাশিত By Many A Happy Accident কার আত্মজীবনী? 

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ হামিদ আনসারি ✓

ⓒ এম ভেঙ্কাইয়া নাইডু 

ⓓ রাজনাথ সিং 

◉ প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তিনি হলেন ভারতের  দ্বিতীয় উপরাষ্ট্রপতি যিনি পরপর দুবার পদে ছিলেন। 

◉ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণাণ যিনি পরপর দুবার এই পদে ছিলেন ।

◉ ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি : এম ভেঙ্কাইয়া নাইডু 


7.ভারতের প্রথম Wetland Conservation and Management Center স্থাপিত হলো কোথায়?

ⓐ লাদাখ

ⓑ চেন্নাই✓

ⓒ মুম্বাই

ⓓ ধর্মশালা


8.Hindi Word of 2020 হিসাবে নামাঙ্কিত হলো কোন হিন্দি শব্দ?

ⓐ সংবিধান

ⓑ আত্মনির্ভরতা✓

ⓒ স্বনির্ভরতা

ⓓ আত্মনির্ভর

◉ অক্সফোর্ড ইউনিভার্সিটি 2020 সালে "আত্মনির্ভরতা" শব্দটিকে হিন্দি শব্দ ঘোষণা করল।

◉ 2017 সাল থেকে প্রত্যেক বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি শব্দ কে হিন্দি শব্দ হিসেবে ঘোষণা করে। 

◉ 2017 সালে "আধার" শব্দটিকে হিন্দি শব্দ হিসেবে ঘোষণা করে।

◉ 2018 সালে "নারী শক্তি" শব্দটিকে হিন্দি শব্দ হিসেবে ঘোষণা করে। 

◉ 2019 সালে "সংবিধান" শব্দটিকে হিন্দি শব্দ হিসেবে ঘোষণা করে। 


9. 'Har Ghar Pani, Har Ghar Safai' মিশন লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ হরিয়ানা

ⓑ পাঞ্জাব✓

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ গুজরাট

◉ পাঞ্জাব রাজ্য সরকার আগামী বছরের মার্চ মাসের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারগুলোতে পাইপ লাইনের মাধ্যমে জল পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ।

◉ রাজধানী- চণ্ডীগড়

◉ মুখ্যমন্ত্রী- ক্যাপ্টেন অমরিন্দার সিং

◉ রাজ্যপাল- V P Singh Badnore


10. ‘The Little Book of Encouragement’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ চেতন ভগৎ

ⓑ দালাই লামা✓

ⓒ অরুন্ধতী রায়

ⓓ সুখবীর সিং

◉ The book has been edited by Renuka Singh 

◉ Published by penguin random house 


11.  প্রথম এশিয়ান অনলাইন শুটিং চাম্পিয়নশিপ এর সর্বাধিক পদক পেল কোন দেশ ? 

ⓐ চীন 

ⓑ ভারত ✓

ⓒ রাশিয়া 

ⓓ জাপান 

◉ ভারত মোট 11 টি পদক পেয়েছে যার মধ্যে ৪ টি সোনা ২ টি রুপা  এবং ৫ টি ব্রোঞ্জ ।

◉ সৌরভ চৌধুরি, Divyansh Singh Panwar , Kynan Chenai, রাজেশ্বরী কুমারী এই চারজন সোনার পদক পেলেন।


12. সম্প্রতি পরিবেশ ,বন ও জলবায়ু মন্ত্রক কোন প্রজাতির  জন্য  "National action plan" জারি করল ? 

ⓐ রাইনোসরাস 

ⓑ মেরিন টারটেল ✓ 

ⓒ লেওপার্ড 

ⓓ কোনোটিই নয়

◉ পরিবেশ ,বন ও জলবায়ু মন্ত্রী প্রকাশ জাভেদকার ।


13. সম্প্রতি কে HAL এর দ্বিতীয় "লাইট কমব্যাট এয়ারক্রাফট"-  তেজস উদ্বোধন করলেন ? 

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ রাজনাথ সিং ✓ 

ⓒ অমিত শাহ 

ⓓএম ভেঙ্কাইয়া নাইডু 

◉ HAL : Hindustan Aeronautics Limited 

◉ Founder: Walchand Hirachand

◉ Founded: 23 December 1940, 

◉ Headquarters: Bengaluru


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...