Sunday, February 7, 2021

Bengali Current Affairs 7th February, 2021

 


Bengali Current Affairs 7th February, 2021

1. কোন রাজ্যে প্রথম Human Milk Bank (HMB)  খোলা হল? 

ⓐ ত্রিপুরা 

ⓑ কেরালা ✓ 

ⓒ আসাম 

ⓓ দিল্লি 

▣ কেরালা স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এরনাকুলাম  জেনারেল হসপিটাল এই ব্যবস্থা চালু করলেন ।

▣ কেরালার মুখ্যমন্ত্রী : পিনারাই বিজয়ন 

▣ কেরালার রাজ্যপাল: আরিফ মোহাম্মদ খান 

▣ কেরালার রাজধানী : তিরুবনন্তপুরম 

▣ কেরালার বিখ্যাত ন্যাশনাল পার্ক  সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ।

◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।

◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন। 

◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হল কেরালায়।

◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।

◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।

◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।

◍কাব্য উৎসব কবিতাবীজ আয়োজিত  হলো কেরালায় ।

2.সম্প্রতি অবসর ঘোষণাকারী অশোক দিন্দা কোন খেলার সঙ্গে যুক্ত?

ⓐ ফুটবল

ⓑ ক্রিকেট✓

ⓒ হকি

ⓓ ব্যাডমিন্টন

3.ভারতের প্রথম 'অ্যাম্পুটি ক্লিনিক লঞ্চ করা হলো কোথায়?

ⓐ চেন্নাই

ⓑ চণ্ডীগড়✓

ⓒ মুম্বাই

ⓓ নয়ডা

4.ICC Men’s Player of the Month হিসাবে মনোনীত হলো কোন ভারতীয় ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলি

ⓑ ঋষভ পান্থ✓

ⓒ রোহিত শর্মা

ⓓ রাহুল দ্রাবিড়

▣ তাঁর সাথে সাথে নমিনেটেড হলেন ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টিরলিং

5.প্রথমবার ওয়াটার বার্ডস সেনসাস অনুষ্ঠিত করলো কোন রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট?

ⓐ উত্তরাখণ্ড

ⓑ পশ্চিমবঙ্গ✓

ⓒ আসাম

ⓓ গুজরাট

6.ভারতের জন্য Google Cloud-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ করণ বাজবা

ⓑ বিক্রম সিং বেদি✓

ⓒ সুন্দর পিচাই

ⓓ অমল গুপ্ত

7.ন্যাশনাল সেফটি কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ উদয় চোপড়া

ⓑ এস.এন. সুভ্রমনিয়ান✓

ⓒ অধীর শর্মা

ⓓ মণীশ বর্মা

▣ প্রতিষ্ঠা সাল: 4 মার্চ 1965 

▣ তিনি ৩ বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন

▣ বর্তমানে তিনি L&T কোম্পানির CEO পদে আছেন

8.বিদ্যুৎচালিত যানবাহনের প্রোমোট করতে 'Switch Delhi' ক্যাম্পেইন লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ অরবিন্দ কেজরিওয়াল✓

ⓒ প্রকাশ জাভেদকার

ⓓ নির্মলা সিথারামন

▣ তিনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী

▣ দিল্লির রাজ্যপাল- অনিল বৈজাল

9. CBI এর Interim Director পদে কে নিযুক্ত হলেন ? 

ⓐ প্রবীর মুখার্জি 

ⓑ প্রবীণ সিনহা  ✓ 

ⓒ অমৃত ত্রিপাঠী 

ⓓ সাগর মহাপাত্র 

▣ CBI: Central bureau of investigation 

▣ CBI Headquarter : New Delhi 

▣ CBI founded : 1st April 1963 

▣ Director General : Rishi Kumar Shukla 

10. 5 ফেব্রুয়ারি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সালের রাজ্যের বাজেট পেশ করলেন ?

ⓐ অন্ধ্রপ্রদেশ 

ⓑ পশ্চিমবঙ্গ ✓ 

ⓒ উড়িষ্যা 

ⓓ আসাম 

▣ অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র এবারের বাজেট পেশ করতে পারেননি । তার স্থলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করলেন ।

▣ পশ্চিমবঙ্গের রাজ্যপাল : জাগদীপ ধনকার 

▣ পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক , নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক,  গরুমারা ন্যাশনাল পার্ক।

11. কোন রাজ্য সরকার " মা প্রকল্প " ঘোষণা করল ? 

ⓐ আসাম 

ⓑ পশ্চিমবঙ্গ ✓ 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ রাজস্থান 

▣ অত্যন্ত  দুস্থ মানুষ যারা দুবেলা খেতে পায়না তাদের জন্য "মা" নামে একটি নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করার কথা ঘোষণা করল, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্প মূল্যে কমন কিচেন (রান্না করা খাবার ) করা হবে এবং বিতরণ করা হবে।

12. সম্প্রতি কে দেশের সর্বকনিষ্ঠ মহিলা পাইলট নিযুক্ত হলেন ? 

ⓐ রিতা আহুজা 

ⓑ আয়েশা আজিজ ✓ 

ⓒ অমৃতা প্যাটেল 

ⓓ স্নেহা বর্মন

▣ জম্মু-কাশ্মীরের মাত্র 25 বছর বয়সী আয়েশা আজিজ ভারতের  সর্বকনিষ্ঠ মহিলা পাইলট নিযুক্ত হলেন।

▣ 2011 সালে মাত্র 15 বছর বয়সে তাকে ভারতের কনিষ্ঠ স্টুডেন্ট পাইলট হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সেই সময় তিনি মিগ 29জেট উড়িয়ে ছিলেন।

13. কোন রাজ্য Electrical Vehicle এর উপর কোনরকম রেজিস্ট্রেশন চার্জ ও রোড ট্যাক্স না নেওয়ার কথা ঘোষণা করল? 

ⓐ কর্ণাটক 

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ কেরালা 

ⓓ বিহার 

▣ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও 

▣ তেলেঙ্গানার রাজ্যপাল: তামিলিসাই সুন্দররাজন

▣ সম্প্রতি তেলেঙ্গানায় কানুমো  উৎসব পালিত হল ।

▣ মিশন ভাগীরথীর পানীয় জল লঞ্চ করা হলো যার সমস্ত সরকারি অফিসে ব্যবহৃত হবে।


14. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের শ্রেষ্ঠ সেলিব্রিটি কে হলেন ? 

ⓐ অক্ষয় কুমার 

ⓑ সনু সুদ 

ⓒ বিরাট কোহলি ✓

ⓓ রণবীর কাপুর 

▣ দ্বিতীয় স্থানে আছেন অক্ষণ  কুমার এবং তৃতীয় স্থানে আছেন রণবীর কাপুর।

15. কোন রাজ্য সম্প্রতি " উড়ান তারা " নামক যুব স্বাস্থ্য কার্যক্রম চালু করল? 

ⓐ উড়িষ্যা 

ⓑ রাজস্থান ✓

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ পশ্চিমবঙ্গ 

▣ রাজস্থানের রাজধানী:  জয়পুর 

▣ রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলোট

▣ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা 

▣ রাজস্থানের জয়পুরে স্ট্যাচু অব পিস স্থাপন  করা হলো ।

▣ রাজস্থানের পুলিশ একাডেমি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল ।

▣ ek poudha suposhit beti ke naam নামক যোজনা চালু হলো।

▣ স্কুল অব পাবলিক হেলথ' চালু হলো।

16. কোন প্রতিবেশী দেশ 4 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস পালন করল? 

ⓐ নেপাল 

ⓑ শ্রীলংকা✓

ⓒ চীন 

ⓓ বাংলাদেশ 

▣ 4 ফেব্রুয়ারি 1948 সালে শ্রীলঙ্কা ইংরেজদের শাসন থেকে মুক্তি পেয়েছিল।

▣ শ্রীলংকার প্রধানমন্ত্রী : মাহিন্দ রাজাপক্ষ

▣ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি  : গোতাবায়া রাজাপক্ষ

▣ রাজধানী : শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে

(প্রশাসনিক),  কলম্বো (বাণিজ্যিক)



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...