Monday, February 8, 2021

Bengali Current Affairs 6th February, 2021

 


Bengali Current Affairs 6th February, 2021

1. Badminton World tour finals 2021এ পুরুষ একক বিভাগে  (men's single title)  কে জয়লাভ করলো?

ⓐ Lin Din
ⓑ Viktor Axelsen
ⓒ Anders Antonsen ✓
ⓓ Kento Momota

✦ Badminton World tour finals 2021 অনুষ্ঠিত হলো ব্যাংককে ।
✦ ডেনমার্কের Viktor Axelsen কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।

2. কে Mahatma Award এ সম্মানিত হলেন ?

ⓐ ডক্টর প্রদীপ কুমার
ⓑ ডক্টর ভিনিতা আপতে ✓
ⓒ ডক্টর প্রশান্ত ভাদুড়ী
ⓓ ডক্টর সুদীপ্ত সেন

✦ তিনি মহারাষ্ট্রের পুনের বাসিন্দা ।
✦ পরিবেশগত সংরক্ষণের ক্ষেত্রে সমাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়।

3. Australian Cricket Hall of Fame-এ অন্তর্ভুক্ত হলেন কোন প্রখ্যাত পেসার?

ⓐ Ricky Ponting
ⓑ Merv Hughes✓
ⓒ Greg Chappell
ⓓ David Warner

4. ক্লাউড বেসড ডেটা সার্ভিসের জন্য Google-এর সঙ্গে হাত মেলালো কোন মোটর গাড়ি কোম্পানি?

ⓐ Ferari
ⓑ Ford✓
ⓒ Jaguar
ⓓ TATA

✦ হেডকোয়ার্টার- ডিয়ার বোর্ন, মিচিগান
✦ প্রতিষ্ঠা সাল- ১৯০৩ সালের ১৬ই জুন
✦ প্রতিষ্ঠাতা- হেনরী ফোর্ড
✦ বর্তমান প্রেসিডেন্ট এবং CEO- Jim Farley
✦ Google-এর হেডকোয়ার্টার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
✦ প্রতিষ্ঠা সাল- ১৯৯৮ সালের ৪ঠা সেপ্টেম্বর
✦ বর্তমান CEO- সুন্দর পিচাই

5.এশিয়ার সবথেকে বড়ো ‘Aero Show 2021’ হোস্ট করলো ভারতের কোন শহর?

ⓐ মুম্বাই
ⓑ বেঙ্গালুরু✓
ⓒ চেন্নাই
ⓓ লক্ষ্ণৌ

✦ এটির উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
✦ এটি ১৯৯৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

6. কেন্দ্রীয় বাজেট ২০২১-২২  অনুযায়ী ভারতে কত গুলি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে?

ⓐ ৫০
ⓑ ১০০✓
ⓒ ৮৫
ⓓ ৬৬


7.ভারতে করোনামুক্ত প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

ⓐ লাক্ষাদ্বীপ
ⓑ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ✓
ⓒ দমন ও দিউ
ⓓ লাদাখ

✦ রাজধানী- পোর্ট ব্লেয়ার
✦ লেফটেন্যান্ট গভর্নর- অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী

8. ‘Yearbook’-শিরোনামে প্রথম বই লিখলেন কোন আমেরিকান-কানাডিয়ান অভিনেতা?

ⓐ Ryan Reynolds
ⓑ Seth Rogen✓
ⓒ Jim Carrey
ⓓ Mike Myers

9.2020 Democracy Index-এ ভারতের স্থান কত?

ⓐ ৫১
ⓑ ৫৩✓
ⓒ ৫২
ⓓ ৫৫

✦ 2020 Democracy Index-এ প্রথমস্থানে আছে নরওয়ে, দ্বিতীয় স্থানে আছে আইসল্যান্ড, তৃতীয় স্থানে সুইডেন, চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে কানাডা ।
✦ এই সূচকটি 167 টি দেশের মধ্যে প্রকাশিত হয়।
✦ সূচকটি প্রকাশ করে  That economist intelligence unit.
✦ Theme : Democracy is sickness and in health ?




10.Amazon-এর নতুন CEO হিসাবে নিযুক্ত হতে চলেছেন কে?

ⓐ Robert Beat
ⓑ Andy Jassy✓
ⓒ Jean Cott
ⓓ Mike Mill

✦ Andy Jassy 1 জুলাই 2021 থেকে অ্যামাজনের CEO হিসাবে নিযুক্ত হতে চলেছেন।
✦ Amazon-এর হেডকোয়ার্টার- ওয়াসিংটন
✦ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই

11. সম্প্রতি রাজনাথ সিং কোথায়" Chief of Air Staff conclave " উদ্বোধন করলেন?

ⓐ দিল্লি
ⓑ বেঙ্গালুরু ✓
ⓒ কলকাতা
ⓓ চেন্নাই

✦ 75 টি দেশের Air Staff এই conclave এ অংশগ্রহণ করেছে।
✦ ভারতের বর্তমান Air Chief Marshal  আর.কে.এস ভাদুরিয়া। 

12. সম্প্রতি কে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ?

ⓐ অজয় বঙ্গ
ⓑ অজয় সিং ✓
ⓒ অজয় নাথ
ⓓ অজয় ত্রিপাঠী

✦ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1949 সালে।

13. সম্প্রতি সঙ্গীতা বাহাদুর কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

ⓐ মালয়েশিয়া
ⓑ মাল্টা✓
ⓒ মালি
ⓓ ইন্দোনেশিয়া

✦ Capital : Valletta
✦ President : George Vella
✦ Currency : Euro

14. সম্প্রতি পূজা কাপুর কোন দেশের ভারতের রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন ?

ⓐ ডেনমার্ক✓
ⓑ সৌদি আরব
ⓒ ইটালি
ⓓ ফ্রান্স

✦ বর্তমানে পূজা কাপুর বুলগেরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।
✦ ডেনমার্কের রাজধানী- কোপেনহেগেন
✦ Currency: Danish krone

15. আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা সুচি  2021 এ ভারতের রেঙ্ক কত?

ⓐ 3
ⓑ 2✓
ⓒ 5
ⓓ 11

✦ প্রথম স্থানে  জার্মানি এবং তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া।

16. বাজেট 20 21 অনুযায়ী আগামী তিন বছরে দেশে মোট কতগুলি "মেগা টেক্সটাইল পার্ক " গড়ে তোলা হবে?

ⓐ 9
ⓑ 7✓
ⓒ 5
ⓓ 12


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...