Bengali Current Affairs 3rd May, 2021
1.কোথায় “DEFENDER-Europe 21” নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো North Atlantic Treaty Organization (NATO)?
ⓐ কাজাখস্তান
ⓑ আলবেনিয়া✓
ⓒ নাইজেরিয়া
ⓓ কুয়েত
2.Axis Bank-এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে?
ⓐ অমিতাভ চৌধুরী✓
ⓑ সন্দীপ বক্সি
ⓒ উদয় কোটাক
ⓓ রাজনীস কুমার
3.ভারতে WhatsApp Pay-এর হেড হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ মানেশ মহাত্মে✓
ⓑ মনোজ দাস
ⓒ মৈনাক ধুল
ⓓ অজয় রাঠোর
4.সম্প্রতি প্রয়াত মাইকেল কলিন্স কোন মহাকাশ মিশনের কমান্ড মডিউলের পাইলট ছিলেন?
ⓐ ARTEMIS
ⓑ Apollo 17
ⓒ Apollo 12
ⓓ Apollo 11✓
5.Border Roads Organisation(BRO)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শিবাঙ্গি সিং
ⓑ বৈশালী এস. হিবাসে✓
ⓒ অমৃতা সিং
ⓓ কাজরী গুপ্ত
6.আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারটি তৈরী করছে কোন দেশ?
ⓐ আমেরিকা যুক্তরাষ্ট্র
ⓑ ফিনল্যান্ড
ⓒ যুক্তরাজ্য✓
ⓓ নরওয়ে
7. নিম্নলিখিত কোন দিবসটি, 30 এপ্রিল তারিখে পালিত হয়?
[A] International Jazz Day✓
[B] International Day of Non-Violence
[C] World Post Day
[D] World Teacher’s Day
8. সম্প্রতি, TATA Group নিম্নলিখিত কোন কোম্পানিকে ক্রয় করেছে?
[A] Flipkart
[B] Big Basket✓
[C] Myntra
[D] Snapdeal
9. সম্প্রতি, “Tata Sons” রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?
[A] 3 কোটি
[B] 5 কোটি✓
[C] 7 কোটি
[D] 10 কোটি
10. সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে BRO এর কমান্ডিং অফিসার নিযুক্ত হলেন?
ⓐ বৈশালী ত্রিবেদী
ⓑ বৈশালী .এস. হিবাসে ✓
ⓒ শাহিন ত্রিপাঠী
ⓓ none
11. কোন দেশ প্রথম চালকহীন যান চলাচলের অনুমতি দিয়েছে?
ⓐ চীন
ⓑ ব্রিটেন ✓
ⓒ জাপান
ⓓ আমেরিকা
12. কোন দিনটি প্রত্যেক বছর "আয়ুষ্মান ভারত দিবস" হিসেবে পালিত হয় ?
ⓐ 28 এপ্রিল
ⓑ 29 এপ্রিল
ⓒ 30 এপ্রিল ✓
ⓓ 1 মে
No comments:
Post a Comment